Saturday, November 26, 2016

প্রিয় উইকিপিডিয়ান - মুসফিক মুন্না

 মুসফিকুর রহমান ওরফে মুসফিক মুন্না ভাই। এই লোকের সাথে প্রথম দেখাতেই ৬ ঘন্টার জার্নি করেছিলাম ট্রেইন এ। এরপর থেকে ক্রিয়েটিভ যে কোন কাজে একসাথে পথ চলা।


উইকিপিডিয়ার প্রথম কোন সেন্ট্রাল মিটিং এ আমার অংশগ্রহন ছিলো। উইকিপিডিয়ান হিসেবে সে সময়ে মুন্না ভাই এর থেকে বেশ অনভিজ্ঞ আমি। তাছাড়া তার উদ্যম আর লেগে থাকার ধারের কাছেই ছিলাম না সে সময়। আমার উইকিপিডিয়ার প্রতি এত ভালো লাগা আসলে অনেক খানিই তার থেকে আসা। দুজন মানুষের ভাবনা চিন্তা এবং ভালোলাগার বিষয় এক হলে যে কোন বিষয়েই একসাথে পা ফেলা যায়। আলাদা করে তাল মেলাতে হয় না। জীবনের অল্প সময়ের পরিচিত এই মানুষটির ভালোলাগার সাথে আমার ভালোলাগার বিষয়ে অনেক বেশি মিল রয়েছে।

রাজশাহী এর উইকিপিডিয়ানদের সাথে মুন্না ভাই
ঢাকায় প্রথম দেখার পরেই মুন্না ভাই এর মনে হলো সাংবাদিকতা করা দরকার। ব্যাস যে কথা সেই কাজ। ক্যাম্পাসলাইভ এর নিয়মিত সাংবাদিক হিসেবে দাপটে কাজ করা শুরু করলেন মুন্না ভাই। আর তার বাইকের পেছনের সঙ্গি আমি। উইকিপিডিয়ার বিভিন্ন প্রোগ্রামে দুজনে একসাথে আয়োজন করেছি, কথা বলেজি দুজন একসাথে। বর্তমানে দুইজনে একসাথে উইকিমিডিয়া বাংলাদেশ এর কার্যনির্বাহী পরিষদে প্রকল্প পরিচালক (আঞ্চলিক কার্যক্রম) এর দায়ীত্ব পালন করছি।

মুন্না ভাই কে ফেসবুকে পাওয়া যাবে এখানে। আর বাংলা উইকিপিডিয়া প্রোফাইল দেখে আসতে পারবেন এখানে। এছাড়াও তাঁর নিজস্ব একটা ওয়েবসাইট ও আছে, যা পাওয়া যাবে এখানে

No comments:
Write comments

Recommended Posts × +